Site icon Jamuna Television

মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৩ আগস্ট) থেকে সারাদেশের চা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এ কর্মবিরতির ডাক দিয়েছেন। মৌলভীবাজার, সিলেটসহ বিভিন্ন চা বাগানে সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হবে।

শ্রমিক নেতারা জানান, চা শ্রমিকরা দৈনিক মজুরী পান মাত্র ১২০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ মজুরী দিয়ে কোনোভাবেই সংসার চলে না। দীর্ঘদিন ধরেই মজুরি নূন্যতম ৩শ টাকা করার দাবি জানিয়ে আসছেন চা শ্রমিকরা। কিন্তু মজুরি বোর্ড থেকে শুরু থেকে মালিক পক্ষের সঙ্গে বারবার বৈঠক করেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি তারা। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা।

/এসএইচ

Exit mobile version