Site icon Jamuna Television

সালমান রুশদির পাশে থাকার ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত বিতর্কিত লেখক সালমান রুশদির অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্কের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। এরই মধ্যে এই লেখকের পাশে থাকার ঘোষণা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার (১২ আগস্ট) এক টুইটার পোস্টে তিনি এ কথা জানান। খবর এএফপির।

ম্যাক্রোঁ টুইটার পোস্টে জানান, ৩৩ বছর ধরে সালমান রুশদি স্বাধীনতা এবং অস্পষ্টতার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তার যুদ্ধ আমাদের, এটি সর্বজনীন। তিনি আরও বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় আমরা তার পাশে আছি।

উল্লেখ্য, ৮০’র দশকে বিতর্কিত উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’র জন্য মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েন রুশদি। এমনকি, তাকে হত্যার জন্য ফতোয়া ও ৩ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি।

এটিএম/

Exit mobile version