Site icon Jamuna Television

অশ্লীলতার অভিযোগে রনবির সিংকে মুম্বাই পুলিশের তলব

অনাবৃত শরীরে ফটোশ্যুট করে বেশ কিছুদিন ধরে বিতর্কে বলিউড তারকা রনবির সিং। পক্ষে বিপক্ষে নানা মতামতের পর এবার ডাক পড়লো মুম্বাই পুলিশের তরফ থেকে। খবর হিন্দুস্তান টাইমসের।

এক ফ্যাশন পত্রিকার জন্য অনাবৃত হয়ে ফটোশ্যুট করেছিলেন রনবির সিং। গতমাসে তার এমন ছবি প্রকাশিত হওয়ার পর শুরু হয় নানা তর্ক-যুক্তি। সাহসিকতা নাকি অশ্লীলতা তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রনবিরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের করা হয় থানায়। সেই প্রেক্ষিতেই তাকে ২২ আগস্টের মধ্যে থানায় হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

তবে পুলিশ যখন রনবিরের খোঁজে বাসায় যায় তখন রনবির বাসায় ছিলেন না। পুলিশকে জানানো হয়, আগামী ১৬ আগস্ট তিনি বাড়িতে ফিরবেন।

এর আগে, চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রনবির এমন অভিযোগ এনে মুম্বাইয়ের চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক নারী আইনজীবী।

এটিএম/

Exit mobile version