Site icon Jamuna Television

বাংলাদেশের মানুষ না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা বেহেশতে আছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

‘বাংলাদেশের মানুষ না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা বেহেশতে আছেন’- বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে গাড়ি-বাড়ি করেছেন। সুতরাং তারা তো জনগণের কষ্ট বুঝবে না।

তিনি আরও বলেন, মানুষ নরক যন্ত্রণায় পুড়ছে আর তারা উদ্ভট কথা বলে মানুষের সাথে রসিকতা করছে। জনগণকে সাথে নিয়ে রাজপথে এসবের জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।

/এসএইচ

Exit mobile version