Site icon Jamuna Television

অকাল অবসরে নারী সাঁতারু জুনাইনা, আসছেন ছোটবোন জুমাইমা

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন লন্ডন প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ। কথা বলতেও সমস্যা হচ্ছিলো তার। কমনওয়েলথ গেমসের আগে সুস্থ হয়ে উঠলেও অংশ নেননি প্রতিযোগিতায়। এবার মেয়ে জুনাইনাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত জানালেন তার বাবা জুবায়ের।

অকালেই সাঁতারকে বিদায় জানালেন দেশের অন্যতম সেরা নারী সাঁতারু জুনাইনা। অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে নিশ্চিত করেছেন জুনাইনার বাবা। ডেন্টিস্ট হবার পড়াশোনা নিয়ে আপতত ব্যস্ত লন্ডনপ্রবাসী এই সাতারু।

অলিম্পিক গেমসে অংশ নেয়া এই সাঁতারু কখনওই আর প্রতিনিধিত্ব করবেন না বাংলাদেশের হয়ে। পারিবারিকভাবেই এসেছে এই সিদ্ধান্ত। তবে সাঁতারে আসছেন জুনাইনার ছোট বোন জুমাইমা। বোনের মতো লাল সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

আরও পড়ুন: প্রথমবারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি

জেডআই/

Exit mobile version