Site icon Jamuna Television

করোনার বিরুদ্ধে বিজয় ঘোষণা করে মাস্ক পরার বিধি তুলে দিলেন কিম

করোনার বিরুদ্ধে বিজয় ঘোষণা করে মাস্ক পরার নিয়ম তুলে দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার (১৩ আগস্ট) সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিনএ থেকে এমন তথ্য জানানো হয়। খবর এএফপির।

রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে জানানো হয়, করোনার জন্য দেশে তৈরি হওয়া স্বাস্থ্য সঙ্কটের সমাধান করা হয়েছে। তাই ভাইরাসের কারণে দেয়া বিধি নিষেধ শিথিল করা হলো। তবে আক্রান্ত একালায় এবং সীমান্তবর্তী জায়গাগুলোতে আগের মতোই মাস্ক পরার নির্দেশনা রয়েছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে করোনার প্রাদুর্ভাবের জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করেছিলেন কিম। এ নিয়ে সিউলকে ধ্বংস করে দেয়ারও হুমকি দেন তিনি।

এটিএম/

Exit mobile version