Site icon Jamuna Television

উত্তরার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনেরই মৃত্যু

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনায় মো. শাহিন মিয়া (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ আটজনেরই মৃত্যু হলো।

শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শাহিন মিয়ার। এর আগে গত শনিবার (৬ আগস্ট) উত্তরার কামারপাড়ায় পুরাতন হ্যান্ড স্যানিটাইজার স্প্রের খালি বোতল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মালিকসহ ৮ জন দগ্ধ হন।

ঘটনার দিনই আহতদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের বেশিরভাগেরই শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এসজেড/

Exit mobile version