Site icon Jamuna Television

২০২৩ সালের মধ্যে দেশে চালু হবে ফাইভ-জি হোম নেটওয়ার্ক

২০২৩ সালের মধ্যে দেশে ফাইভ-জি হোম নেটওয়ার্ক চালুর ব্যবস্থা করা হবে। যার আওতায় উদ্যোক্তারা শিল্প কারখানায় ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ডিজিটাল প্লাটফর্ম বিষয়ক সেমিনারে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তথ্য প্রযুক্তির বিকাশ রোধ করে, এমন নীতিমালা তৈরি না করার আহ্বান জানিয়ে সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, ওটিটি প্লাটফর্মে অনেক বেশি কাজের সুযোগ তৈরি করা সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি পরিষেবা নীতিমালাকে আরও বিনিয়োগ বান্ধব করার আহ্বান জানিয়ে এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন বলেন, এই খাতে দেশি-বিদেশি বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

সেমিনারে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন, দেশি-বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ওটিটি প্লাটফর্মকে দায়িত্ব নিয়েই এ দেশে ব্যবসা করতে হবে। জবাবদিহিতার বাইরে থেকে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ রাখা হবে না।

/এমএন

Exit mobile version