Site icon Jamuna Television

মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় জলবায়ু প্যাকেজ অনুমোদন, বাইডেন প্রশাসনের সাফল্য বলছেন বিশ্লেষকরা

যুক্তরাষ্ট্রের আলোচিত ৪৩০ বিলিয়ন ডলারের জলবায়ু প্যাকেজ বিল পাস হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষেও। শুক্রবার (১২ আগস্ট) ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউসের ভোটাভুটিতে ২২০-২০৭ ভোটে অনুমোদিত হয় বিলটি।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০৩০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে আনার কথা বলা হয়েছে বিলটিতে। মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ু প্যাকেজ অনুমোদনকে বাইডেন প্রশাসনের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে মার্কিন সিনেটে পাস হয় ডেমোক্র্যাট প্রস্তাবিত ৭৫০ বিলিয়ন ডলারের জলবায়ু, স্বাস্থ্যসেবা ও করপোরেট ট্যাক্স সংক্রান্ত বিল। দীর্ঘ ২৭ ঘণ্টার বিতর্ক শেষে ৫০-৫০ ভোট পড়ে বিলের পক্ষে। পরে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাইব্রেকিং ভোটে তা পাস হয়। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য পাঠানো হবে বিলটি।

/এডব্লিউ

Exit mobile version