Site icon Jamuna Television

তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র

তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের ‘উসকানিমূলক’ আচরণের প্রতিক্রিয়ায় দেশটির এমন অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল। খবর রয়টার্সের।

কার্ট ক্যাম্পবেল শুক্রবার এক বিবৃতিতে এসব কথা জানায়। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি বাণিজ্য পরিকল্পনা উন্মোচন করা হবে।

সপ্তাহখানেক আগে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। অঞ্চলটিতে তার এই সফরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক মহড়াও চালায় চীনা সামরিক বাহিনী।

পেলোসির তাইওয়ান সফর ওয়াশিংটনের বিদ্যমান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবৃতিতে উল্লেখ করেন কার্ট ক্যাম্পবেল। এ ইস্যুতে বেইজিংয়ের বিরুদ্ধে অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখানোর অভিযোগ করেন তিনি

/এমএন

Exit mobile version