Site icon Jamuna Television

টিকটক করতে সেতু থেকে ঝাঁপ দিয়ে ধলেশ্বরীতে নিখোঁজ কিশোর

টিকটক করতে মুন্সীগঞ্জের সদরে মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক কিশোর।

শনিবার (১৩ আগস্ট) দুপুর ৩টার দিকে সেতুর ওপপর থেকে লাফ দেয় রাসেল নামে ওই কিশোর। রাসেলের পরিবার জানায়, মুক্তারপুর সেতুতে টিকটক ভিডিও তৈরির জন্য সেতুর ওপর থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেয় দুই বন্ধু রাসেল ও হামিম। হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় রাসেল।

পরে ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও ডুবরি দল। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রাকিব জানিয়েছেন, দীর্ঘক্ষণ খুঁজেও রাসেলকে পাওয়া না যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করেছেন তারা। আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

/এডব্লিউ

Exit mobile version