Site icon Jamuna Television

জাপা চেয়ারম্যানের গাড়িতে বাসের ধাক্কা, সামান্য আঘাত পেয়েছেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বহনকারী সরকারি গাড়িতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিয়েছে। এতে গুরুতর আহত না হলেও শরীরে সামান্য আঘাত পেয়েছেন জাপা চেয়ারম্যান। এখন তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রাম নিচ্ছেন।

দলীয় সূত্র জানিয়েছে, শনিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান বানানী কার্যালয় থেকে উত্তরায় নিজ বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা-মেরেডিয়ান হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসকের পরামর্শমতো রাতের খাবার খেয়ে প্রয়োজনীয় ওষুধ খেয়ে বিশ্রামে আছেন জিএম কাদের। ব্যথা ছাড়া তার অন্য কোনো সমস্যা নেই। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে গাড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

/এডব্লিউ

Exit mobile version