Site icon Jamuna Television

হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শুনছিল শাহরিয়ার, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

হিলি প্রতিনিধি:

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শাহরিয়ার হাসান (১৫) নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার পলাশবাড়ী রেলগেটের ৫শ গজ দক্ষিণে দলদলিয়া (আখিড়া মাঠ) পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার হাসান পৌরশহরের ইসলাম পাড়া মহল্লার মাহফুজুর রহমানের ছেলে। সে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দলদলিয়া (আখিড়া মাঠ) পুকুরপাড় এলাকায় ছেলেটি সন্ধ্যায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শুনছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন তাকে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহরিয়ার হাসানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version