Site icon Jamuna Television

‘সড়ক-মহাসড়ক প্রস্তুত, ঘরমুখো মানুষকে যানজটে পড়তে হবে না’

স্বস্তির ঈদযাত্রায় সড়ক-মহাসড়ক প্রস্তুত বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর এলেনবাড়ীতে বিআরটিএ অফিসে ঈদযাত্রা নিয়ে এক সভায় একথা বলেন তিনি।

এসময় সড়কের জন্য ঘরমুখো মানুষকে যানজটে পড়তে হবে না বলে জানান তিনি। তবে বাস মালিকদের ফিটনেসবিহীন গাড়ি সড়কে না নামনোর নির্দেশ দেন ওবায়দুল কাদের। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে নতুন করে রাস্তা সংস্কারের কাজ বন্ধ রাখা হয়েছে। সেইসাথে গাড়ি চালকদের মোবাইল ফোনে কথা বলা নিষেধ বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বৃষ্টি না হলে ঘরমুখো মানুষ সড়কপথে যানজটের ভোগান্তিতে পড়বে না।

Exit mobile version