Site icon Jamuna Television

জেরুজালেমে অস্ত্রধারীর গুলিতে গুরুতর আহত ৭ ইসরায়েলি

ঐতিহাসিক ‘ওয়েস্টার্ন ওয়ালসহ পবিত্র শহর জেরুজালেমের বেশ কিছু জায়গায় অস্ত্রধারীর ছোড়া গুলিতে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। রোববার (১৪ আগস্ট) ইসরায়েলি পুলিশ এ তথ্য জানায়। খবর বিবিসির।

পুলিশের বিবৃতি অনুসারে, গভীর রাত ১টা ২৪ নাগাদ এ হামলা চালানো হয়। এ সময় ইহুদি পূণ্যার্থীদের বহনকারী একটি বাসে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। ওয়েস্টার্ন ওয়ালে ঢোকার পথেই একটি গাড়ি পার্কিং এলাকায় চালানো হয় হামলা। এতে ৬ পুরুষ ও একজন নারী গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে; তবে অবস্থা সংকটাপন্ন।

হামলায় ঠিক কতজন জড়িত ছিল তা এখনও অস্পষ্ট। তবে ইসরায়েলি পুলিশ অন্তত দুই সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে চালাচ্ছে তল্লাশি অভিযান। গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গেলো সপ্তাহেই গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রাণ গিয়েছিলো কমপক্ষে ৪৪ ফিলিস্তিনির।

এটিএম/

Exit mobile version