Site icon Jamuna Television

ঝিনাইদহে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ইজিবাইক চালক। রোববার (১৪ আগস্ট) সকালে জেলার শৈলকুপার বাহিররয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম।

নিহতের মা আছিরণ নেছা জানান, ভোরে মাঠের কাজ সেরে বাড়ি এসে ইজিবাইক চালানোর জন্য বের হচ্ছিলেন রিয়াজুল। এ সময় ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এটিএম/

Exit mobile version