Site icon Jamuna Television

সালমান রুশদির শারীরিক অবস্থার উন্নতি, বলছেন কথা

দুর্বৃতের হামলায় আহত বিতর্কিত লেখক সালমান রুশদির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। খুলে নেয়া হয়েছে ভেন্টিলেটর। কথাও বলতে পারছেন ৭৫ বছর বয়সী লেখক। তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

পেনসিলভানিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সালমান। এর আগে ওয়াইলি জানিয়েছিলেন, ছুরিকাঘাতে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে সালমানের লিভারে। ক্ষতিগ্রস্ত হাতে শিরাগুলো। হারাতে পারেন এক চোখ। কথাও বলতে পারছিলেন না তিনি।

এদিকে সালমানের ওপর হামলার ঘটনায় আটক হাদি মাতার-এর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে। শনিবার নিউইয়র্কের একটি কাউন্টি আদালতে হাজির করা হয় তাকে। তবে হামলার দায় স্বীকার করেননি তিনি। জানা গেছে, নিউ জার্সির বাসিন্দা হাদি লেবানন বংশোদ্ভূত। দেশটিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে হাদি বা তার পরিবারের কোনো যোগাযোগ ছিল কি না তা জানা যায়নি।

প্রসঙ্গত, ৮০’র দশকে ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসের জন্য মুসলিম বিশ্বের নিন্দার মুখে পড়েন সালমান।

এটিএম/

Exit mobile version