Site icon Jamuna Television

ভারতের আপত্তি সত্ত্বেও চীনা সামরিক জাহাজকে নোঙরের অনুমতি দিলো শ্রীলঙ্কা

ভারতের কড়া আপত্তি সত্ত্বেও চীনের সামরিক জাহাজকে প্রবেশাধিকার দিলো শ্রীলঙ্কা। আগামী মঙ্গলবার হাম্বানটোটা বন্দরে নোঙ্গর করবে ইউয়ান ওয়াং ফাইভ।

১১ আগস্ট শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা ছিল জাহাজটির। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগের জেরে প্রবেশের অনুমতি স্থগিত করেছিল লঙ্কান সরকার। তবে শনিবার আসে নতুন সিদ্ধান্ত। মূলত উপগ্রহের ওপর নজরদারিতে ব্যবহৃত হয় চীনের জাহাজটি।

চীনের জিয়াংইন বন্দর থেকে রওনা হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে জাহাজটি। পথে কিছুদিনের জন্য কলম্বোতে নোঙ্গরের অনুমতি চায়। তবে এই অঞ্চলে চীনের সামরিক জাহাজের সফর নিয়ে সংশয় প্রকাশ করে ভারত।

১৯৮৭ সালের দিল্লি-কলম্বো চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার কোনো বন্দর ব্যবহার করতে দেয়া যাবে না বিদেশি সামরিক বাহিনীকে। দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে ভারত-চীন দুই দেশই।

প্রসঙ্গত, সম্প্রতি অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিকে সবচেয়ে বড় অংকের অর্থ সহায়তা দিয়েছে দিল্লি।

/এডব্লিউ

Exit mobile version