Site icon Jamuna Television

একচ্ছত্র আধিপত্যের রাতে নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয়

ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ লিগে একচ্ছত্র আধিপত্যের রাতে নেইমারের জোড়া গোলে মপেলিয়েরের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে তারকায় ঠাঁসা পিএসজি। এমবাপ্পে এবং রেনাতো সানচেজ করেছেন একটি করে গোল। ওপর গোলটি আত্মঘাতী।

ফ্রেঞ্চ লিগে যেমন চলছে পিএসজির জয়রথ তেমনি দারুণ ফর্ম ধরে রেখেছেন নেইমার। মপেলিয়েরের বিপক্ষে এমবাপ্পে শুরুতেই পেনাল্টি মিস করেন। তবে তার আক্রমণ ঠেকাতে গিয়েই নিজেদের জালে বল জড়ান মপেলিয়েরের ডিফেন্ডার ফালে সাকো। স্পটকিক থেকে ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন নেইমার।

আরও পড়ুন: ক্যাম্প ন্যুতে হতাশাজনক ড্র দিয়ে শুরু বার্সার লা লিগা

এরপর দুর্দান্ত হেডে ৫১ মিনিটে পিএসজির তৃতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান। ৬৯ মিনিটে এমবাপ্পে ৪র্থ আর ৮৮ মিনিটে রেনাতো সানচেজ ৫ম গোল করেন। মাঝে মপেলিয়ের দুই গোল শোধ দিলেও ৫-২ গোলের জয় পায় পিএসজি।

আরও পড়ুন: ব্রেন্টফোর্ডের কাছে ৪ গোলে বিধ্বস্ত দিশেহারা ম্যানইউ

/এম ই

Exit mobile version