Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী নিজেই জ্বালানি সাশ্রয় করছেন না: রিজভী

সংকটে জ্বালানি সাশ্রয়ের কথা বলে প্রধানমন্ত্রী নিজেই তা মানছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (১৪ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। কোটি কোটি টাকা লুট করে দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেছে সরকার। দ্রব্যমূল্য বেশি হওয়ায় মানুষ দিশেহারা হয়ে গেছে। উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করছে ক্ষমতাসীনরা।

দেশ এখন শ্রীলঙ্কা হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। এ সময় জানানো হয়, খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে রোগ মুক্তি এবং চলমান আন্দোলনে নিহত ও আহতদের জন্য ১৬ আগষ্ট সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি।

/এমএন

Exit mobile version