Site icon Jamuna Television

ছাত্র রাজনীতি না থাকলে বুয়েটে জঙ্গিদের আস্তানা হবে: ছাত্রলীগ সভাপতি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি না থাকলে সেখানে জঙ্গিদের আস্তানা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়। রোববার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বঙ্গবন্ধুর খুনিদের বিচার দাবিতে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

এদিন বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে প্রতিটি হলের ছাত্রলীগ কর্মীরা অংশ নেয়। তাতে ছাত্রলীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমান; তার মরণোত্তর বিচার এখন সময়ের দাবি।

বুয়েটে বঙ্গবন্ধুর স্মরণসভা বানচালের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে জয় বলেন, এই ঘটনা কোনো সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। জামায়াত-শিবিরের ইন্ধনে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে না নামার অনুরোধ জানান তিনি।

/এমএন

Exit mobile version