Site icon Jamuna Television

রাজস্থানে শিক্ষকের গ্লাস থেকে পানি পান করায় ছাত্রকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

শিক্ষকের জন্য রাখা পাত্র থেকে পানি খাওয়ায় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতের রাজস্থানে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০ জুলাই রাজস্থানের জালোরে জেলার সায়লা গ্রামে একটি বেসরকারি স্কুলে এই ঘটনাটি ঘটে। সেদিন দলিত সম্প্রদায়ের এক শিশু ওই শিক্ষকের পাত্র থেকে পানি খাওয়ায় তাকে পেটানো হয়। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৩ আগস্ট) শিশুটি মারা যায়।

একটি টুইট বার্তায় ভারতের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি কর্মকর্তাদের এই মামলার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পরিবারকে ৫ লাখ রুপি সহায়তা দেয়া হবে।

এ মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এনএএস

Exit mobile version