Site icon Jamuna Television

আদালতে থেকে বেরিয়েই ‘উদ্দাম’ নাচ

আদালত থেকে বেরিয়েই নাচলেন গাইলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৬)। গতকাল শুক্রবার ডারবান উচ্চ আদালতে জ্যাকব জুমা যান তার বিরুদ্ধে দুর্নীতির মামলার হাজির দিতে।

হাজিরা দেয়ার পর আদালত প্রাঙ্গনে থাকা সমর্থকদের সাথে নাচলেন, গাইলেন এই সাবেক প্রেসিডেন্ট। এই নাচ-গানের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বর্তমানে তিনি  দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগে ১৬টি মামলায় এখন বিচারের মুখোমুখি। গত ফেব্রুয়ারিতে ক্রমাগত রাজনৈতিক চাপের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। ২০০৯ সাল থেকে রাষ্ট্র-ক্ষমতায় ছিলেন জ্যাকব জুমা।

ব্যক্তিগত বাড়ি নির্মাণে সরকারি কোষাগার থেকে ব্যয় হওয়া অর্থ ফেরত দিতে ব্যর্থতার দায়ে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত জুমার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনেন।

এর রেশ না কাটতেই গত বছর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৯৯৯ সালে স্বাক্ষরিত এক অস্ত্র চুক্তিতে দুর্নীতি, জালিয়াতি, কালোবাজারি ও মুদ্রা পাচারের ১৮ ধরনের অভিযোগে জুমার বিচার শুরুর নির্দেশ দেন। শেষ পর্যন্ত গত বছরের শেষ দিকে এএনসির শীর্ষপদ থেকে সরে যেতে বাধ্য করা হয় জুমাকে।

Exit mobile version