Site icon Jamuna Television

ইনস্টাগ্রামের ভিডিও বানানোর জন্য পুলিশের গাড়ি চুরি! আটক ২

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামের ভিডিও বানানোর জন্য পুলিশের গাড়ি চুরি করে ধরা পড়লেন দুই যুবক। আটক ওই দুই যুবকের নাম এম সঞ্জয় এবং ডি বিঘ্নেশ। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবর বলা হয়, ওই ভিডিও ভাইরাল হতেই পুলিশ তদন্তে নেমে ওই দুই যুবককে গ্রেফতার করে। সঞ্জয় এবং বিঘ্নেশ কয়েক জন সঙ্গীকে নিয়ে একটি গ্যাংওয়ারের দৃশ্য শ্যুট করতে চেয়েছিলেন। সেই দৃশ্যে পুলিশের গাড়ির প্রয়োজন ছিল। মাঠের সামনে পুলিশের একটি টহলগাড়ি দাঁড় করানো ছিল। আটককৃতদের দাবি, সেই গাড়িটি তারা পুলিশের অজান্তেই ব্যবহার করেন। দক্ষিণ ভারতের ছবিতে যেভাবে গ্যাংওয়ারের দৃশ্য দেখানো হয়, ঠিক একই কায়দায় ভিডিও শ্যুট করেন সঞ্জয়রা।

সব ঠিকই ছিল। কিন্তু তাদের বানানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই পুলিশের নজরে আসে। তাদের গাড়ি ব্যবহার হলো, অথচ তারা জানতেই পারলো না! ভিডিওর সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। তারপরই আটক করা হয় দু’জনকে।

ইউএইচ/

Exit mobile version