Site icon Jamuna Television

আর্মেনিয়ার শপিংমলে বিস্ফোরণ, নিহত অন্তত ৩

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে শপিংমলে ঘটা বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। রোববারের (১৪ আগস্ট) ভোরের ঐ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হন আরও ২০ জন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, সুরমালু মার্কেটের একটি আতশবাজির কারখানায় ঘটে বিস্ফোরণ। সেখান থেকেই গোটা বাজারে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে পুড়ে ধসে পড়ে দোকানপাট। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান।

একই সাথে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ব্রিগেডের অন্তত ২০০ কর্মী। তাদের পাশাপাশি সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা।

কালো ও ঘন ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে গেছে। আতশবাজির কারখানায় আগুনের সূত্রপাত কীভাবে হলো, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version