Site icon Jamuna Television

মিসরের ৪১ হতভাগ্যের অন্ত্যেষ্টিক্রিয়া

অনুষ্ঠিত হলো মিসরের কপটিক গির্জায় অগ্নিকাণ্ড ও পদদলিত হয়ে প্রাণ হারানো ৪১ হতভাগ্যের অন্ত্যেষ্টিক্রিয়া। রোববারের (১৪ আগস্ট) দুর্ঘটনায় নিহতদের ১৮ জনই শিশু।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, গিজা শহরের ভার্জিন মেরি এবং আর্ক অ্যাঞ্জেল মাইকেল চার্চে অনুষ্ঠিত হয় তাদের শেষকৃত্য। তাতে অংশ নেন পরিবারের সদস্যরা। একই দিন সকাল ৯টার আগে আবু শিফিন গির্জায় হয় আগুনের সূত্রপাত। সেসময় ধর্মীয় প্রার্থণার জন্য সেখানে উপস্থিত ছিলেন এক হাজারের মতো মানুষ। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ার খবরে শুরু হয় হুড়োহুড়ি। গির্জার মূল ফটকের কাছেই পদদলিত হন অনেকে।

বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৫০ জন। প্রত্যেক নিহতের পরিবারকে ১ লাখ মিসরীয় পাউন্ড ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এদিকে ঘটনার মূল কারণ উদঘাটনে চলছে তদন্ত।

/এডব্লিউ

Exit mobile version