Site icon Jamuna Television

করোনার নতুন ধাক্কায় বিপর্যস্ত জাপানের চিকিৎসা কাঠামো

গেলো পাঁচদিন ধরে করোনায় ২০০’র ওপর প্রাণহানি দেখছে জাপান। রোববার (১৪ আগস্ট) দেশটিতে ভাইরাসে আক্রান্ত ২৫৬ রোগীর মৃত্যু হয়। খবর দ্য জাপান টাইমসের।

এদিন, নমুণা পরীক্ষায় শনাক্ত হয় এক লাখ ৮৩ হাজারের বেশি নতুন সংক্রমণ। গেলো ২৪ ঘণ্টায়, শুধু রাজধানী টোকিওতে প্রাণ হারিয়েছেন ৩২ করোনা রোগী। আরও ২৪ হাজারের কাছাকাছি মানুষের দেহে মিললো ভাইরাসটি।

স্বাস্থ্যবিদরা বলছেন, মহামারির নতুন ধাক্কায় ব্যাপকভাবে বিপর্যস্ত জাপানের চিকিৎসা কাঠামো। গেলো কয়েক সপ্তাহে, লাফিয়ে বাড়ছে কোভিড নাইনটিনের সংক্রমণ। বাসিন্দাদের ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট থেকে রক্ষায় নতুন উদ্ভাবিত একটি ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। জাপানে করোনায় ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হন দেড় কোটির ওপর।

এটিএম/

Exit mobile version