Site icon Jamuna Television

বৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশালের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

জোয়ারের পানি আর বৃষ্টির কারণে বরিশালের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

রোববারের (১৪ আগস্ট) টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর বিভিন্ন জলাবদ্ধতার সৃষ্টি হয় হয়। আজ এখনও বৃষ্টিপাত না হওয়ায় নেমে গেছে বেশিরভাগ স্থানের পানি। তবে নবগ্রাম রোড, হাতিখানা, আলামতগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় পানি জমে আছে।

জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিপাকে পড়েছেন কর্মজীবীসহ সাধারণ মানুষ। তবে আর বৃষ্টি না হলে জলাবদ্ধ স্থান থেকে শিগগিরই নেমে যাবে অতিরিক্ত পানি।

/এডব্লিউ

Exit mobile version