Site icon Jamuna Television

রাজধানীতে শতশত মানুষের সামনেই শিশু চুরি, দিশেহারা মা-বাবা

শতশত মানুষের সামনেই দুই বছরের এক শিশুকে নিয়ে পালালো এক নারী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও খোদ রাজধানীতেই ঘটেছে এমন ঘটনা। যার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা নিউজের হাতে। ঘটনার ৫ দিন পেরোলেও ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা মা-বাবা।

জানা গেছে, গেল বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যায় নিখোঁজ শিশু ইব্রাহিম। নামাজ চলাকালীন মসজিদের বাইরে যায় সে। এই ফাঁকেই ওত পেতে থাকা ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, মহাখালীর সাততলা এলাকার রানা ও রেশমা দম্পতির দুই বছরের ছেলে ইব্রাহিম গত ৫ দিন ধরে নিখোঁজ। আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা মা রেশমা বেগম। মূর্ছা যাচ্ছেন বার বার।

ঘটনাস্থল ঘুরে জানা গেছে, ঘটনার কয়েকদিন আগে থেকেই মসজিদের আশপাশে ভিক্ষুক ছদ্মবেশে ঘোরাঘুরি করছিল ওই নারী। ঘটনার পর রাজধানীর বনানী থানায় মামলা করেছে ইব্রাহিমের পরিবার।

পুলিশ বলছে, শিশুটিকে নিয়ে রিকশায় মহাখালী বাস টার্মিনালে যায় ওই নারী। ধারণা করা হচ্ছে, মহাখালী থেকে বাসে করে জামালপুর বা আশপাশের জেলায় যেতে পারেন তিনি। শিশুটিকে উদ্ধার ও নারীকে ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে ডিএমপির ডিসি (গুলশান) আসাদুজ্জামান বলেন, বাচ্চাটিকে চুরি করার প্রতিটি বিষয় আমরা পর্যালোচনা করছি। ওই নারী কেন সেখানে গেলো, কীভাবে অনুসরণ করলো, প্রতিটি বিষয় ধরে ধরে আমরা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এটিএম/

Exit mobile version