Site icon Jamuna Television

৪৬ বছর ধরে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়ে রোজা রাখেন গাজীপুরের আলিম মোল্লা

আলিম মোল্লা।

বঙ্গবন্ধুর প্রতি তীব্র ভালবাসা, শ্রদ্ধা আর সম্মানবোধ থেকে ৪৬ বছর ধরে আগস্ট মাসে রোজা রাখছেন গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম মোল্লা। মৃত্যুর আগ পর্যন্ত আগস্ট মাসে রোজা রাখার প্রত্যয় নিয়েছেন তিনি।

১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকেই রোজা রাখা শুরু করেন আলিম মোল্লা। ৪৬ বছর ধরে আগস্টের বেজোড় দিনগুলোতে রোজা রাখছেন তিনি। এ সময়টাতে আলোচনার পাশাপাশি গরিব-দুঃখীদের দাওয়াত দিয়ে ইফতার করানও করান আলিম মোল্লা। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পুরো মাসের বেজোড় তারিখে রোজা রাখি। বঙ্গবন্ধু আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমরা তার জন্য কিছুই করতে পারি না। তাই আমি সবার প্রতি আহ্বান জানাবো, এসো বাঙালি, আমরা বঙ্গবন্ধুর জন্য আরো কিছু করি।

জাতির জনকের জন্য আলিম মোল্লার এমন ত্যাগে মুগ্ধ এলাকাবাসী ও স্থানীয়রা। ৩১ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা শেষ করেন তিনি।

এসজেড/

Exit mobile version