Site icon Jamuna Television

রাজবাড়ীর স্কুলে ‘হি‌ন্দি গান’ বাজিয়ে শোক দিবস পালন! ভিডিও ভাইরাল

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের শাহাদত বা‌র্ষিকী ও শোক দিবস অনুষ্ঠা‌নে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দি গান বাজা‌নোর অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে স্কুলের বারান্দায় একটি সাউন্ডবক্সে হিন্দি গান বাজানোর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বা‌লিয়াকা‌ন্দি জঙ্গল ইউ‌পির ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবস পাল‌নের জন্য আনা সাউন্ডব‌ক্সে হি‌ন্দি গান বাজ‌ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমা‌রেশ বাছাড় ব‌লেন, ‌হি‌ন্দি গান বাজার বিষ‌য়ে তি‌নি কিছু জা‌নেন না। ত‌বে তি‌নি স্কু‌লে যাওয়ার পর থে‌কে বক্সে দে‌শের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হচ্ছে।

/এডব্লিউ

Exit mobile version