Site icon Jamuna Television

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে প্রথমে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ সময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

/এমএন

Exit mobile version