Site icon Jamuna Television

‘সিতারা-ই-ইমতিয়াজ’ সম্মাননায় ভূষিত বাবর আজম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দেশটির তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজে’ ভূষিত হলেন বাবর আজম। মাত্র ২৭ বছর বয়সে এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।

পাকিস্তান জাতীয় দলের হয়ে সময়টা ভালো যাচ্ছে বাবর আজমের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে তিনি নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। প্রথম ম্যাচেই ভারতকে ১০ উইকেটে হারিয়ে পাকিস্তানকে দিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ জয়ের স্বাদ। ব্যক্তিগত পারফরমেন্সেও বাবর আজম আলো কাড়ছেন প্রতিনিয়ত। এই ডানহাতি ব্যাটার বর্তমানে অবস্থান করছেন আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

এছাড়া পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফকে ‘তমঘা-ই-পাকিস্তান’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। ১১৮টি ওয়ানডে ও ১১৭টি টি-টোয়েন্টি খেলা বিসমাহ মা হওয়ার পরেও খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে অসংখ্য নারী ক্রিকেটারকে করেছেন অনুপ্রাণিত।

আরও পড়ুন: ভারতের রোটেশন নীতি পাকিস্তানে কল্পনাও করা যায় না: সালমান বাট

/এম ই

Exit mobile version