Site icon Jamuna Television

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে স্কুলে করোনা টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে স্কুলে কেন্দ্র করে শিশুদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রের তালিকা দেয়ার পর ২৫ আগস্ট থেকে শুরু হবে টিকা দেয়া। ধাপে ধাপে প্রত্যন্ত এলাকায় শিশুদের টিকা দেয়ার কার্যক্রম চালু হবে।

সোমবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, দেশের কিছু মানুষ এখনও বঙ্গবন্ধুকে স্বীকার করে না। জয় বাংলা স্লোগান দেয় না, যেটা দুঃখজনক। বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে বাদ দিয়ে স্বাধীনতার ঘোষক হয়েছেন অন্য কেউ।

এ আলোচনা সভায় আলোচকরা বলেন, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন বঙ্গবন্ধু। সেজন্যই স্বাধীনতার পর চিকিৎসা শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। গড়ে তুলেছেন বিসিপিএসসহ চিকিৎসা শিক্ষা কেন্দ্র। অনুষ্ঠান শেষে ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

/এমএন

Exit mobile version