Site icon Jamuna Television

বাসে হামলা প্রমাণ করে প্রতিরোধের পথে ফিলিস্তিনিরা: হামাস

জেরুজালেমে ইহুদিদের বাসে হামলার ঘটনা প্রমাণ করে প্রতিরোধের পথেই আছে ফিলিস্তিনিরা। দখলদারদের দীর্ঘ দিনের শোষণের জবাবে এই অভিযান। ইসরায়েলিদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় এ প্রতিক্রিয়া জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। খবর এপির।

হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেন, জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর চালিয়ে আসা দীর্ঘদিনের সহিংসতার জবাব এই হামলা। ইহুদি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে সাহসী যোদ্ধারা। বাসে হামলার ঘটনা প্রমাণ করে দখলদারদের হাত থেকে নিজ দেশকে রক্ষার জন্য পবিত্র ভূমির মানুষের সুরক্ষার জন্য লড়ছে ফিলিস্তিনিরা।

/এমএন

Exit mobile version