Site icon Jamuna Television

স্বামীর সাথে ঝগড়া করে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বর্ধমানের নারী

ছবি: সংগৃহীত

পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে জানা যায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ আগস্ট) ভারতের পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে পানাগড়ের রেললাইন থেকে দুই শিশু ও এক তরুণীর মরদেহ উদ্ধার করে। ২৭ বছর বয়সী ওই তরুণীর নাম সীমা পণ্ডিত। তার দুই ছেলের নাম প্রাণিত পণ্ডিত (৬) এবং প্রেম পণ্ডিত (৮)। ২৭ বছর বয়সী সীমার সন্তান দু’টির বয়স ৬ ও ৮ বছর।

স্থানীয়রা জানান, সীমার ওপর তার স্বামী উমাশঙ্কর নির্যাতন চালাতেন। স্ত্রী এবং দুই শিশুপুত্রকে উমাশঙ্কর মারধর করতেন বলেও অভিযোগ করেন তারা। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না উমাশঙ্করের। কাঁকসা থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

/এনএএস

Exit mobile version