Site icon Jamuna Television

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনে চাহিদা কমার কারণেই এই মূল্যহ্রাস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। সোমবার ব্যারেল প্রতি ১ দশমিক ১৪ ডলার কমে বিক্রি হয়েছে ৯৭ ডলারে। যুক্তরাষ্ট্রের উৎপাদিত অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০৬ ডলার কমে দাঁড়িয়েছে ৯১ দশমিক ০৩ ডলারে।

গত মাসে অপ্রত্যাশিতভাবে ধীরগতি দেখা যায় চীনের অর্থনীতিতে। শোধনাগারের উৎপাদন নেমে আসে ১২ দশমিক ৫৩ মিলিয়ন ব্যারেলে। যা ২০২০ সালের মার্চের পর সর্বনিম্ন। তেলের রেকর্ড দামের কারণে দেশটির অভ্যন্তরীণ বাজারে ভোক্তা চাহিদা কমে যায়।

এদিকে বিশ্বের সর্ববৃহৎ রফতানিকারক সৌদি আরবের জায়ান্ট প্রতিষ্ঠান আরামকো জানিয়েছে, সরকার চাইলে দৈনিক সর্বোচ্চ ১২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনে প্রস্তুত তারা।

ইউএইচ/

Exit mobile version