Site icon Jamuna Television

ফরিদপুরে চাচাতো বোনকে ধর্ষণের পর গলাটিপে হত্যা

রাসেল সিকদার।

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে এক চাচাতো ভাই তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া চাচাতো বোনকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই স্কুল ছাত্রীর নাম ফারিহা খানম (১২)। সে স্থানীয় নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার রূপাপাত ইউনিয়নের ইচাডাঙ্গা গ্রামের মোক্তার হোসেনের মেয়ে।

জানা যায়, রোববার (১৪ আগস্ট) বিকেলে ফারিহার চাচাতো ভাই মানোয়ার সিকদারের ছেলে রাসেল সিকদার (১৮) তার চাচাতো চাচা মোক্তার হোসেনের মুদি দোকান থেকে দেড়শ’ টাকার দ্রব্য বাকিতে ক্রয় করে। সন্ধ্যায় রাসেল বাড়ি গিয়ে ফারিহাকে ডেকে ওই বাকি টাকা নিয়ে যেতে বলে। ফারিহা সরল মনে টাকা আনতে গেলে চাচাতো ভাই রাসেল তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ শেষে গলা টিপে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ফারিহার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর রাসেলদের বাড়িতে গেলে তখন রাসেল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিবারের লোকজন রাসেলকে ধরার পরে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী বাথরুম থেকে হাত পা বাঁধা অবস্থায় ফারিহাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রতিবেশীরা জানান, রাসেল উচ্ছৃঙ্খল প্রকৃতির। এর আগে সে একবার পরিবারের অমতে বিয়ে করলে সে বিয়ে টেকেনি। একমাত্র ছেলে উচ্ছৃঙ্খল হওয়ায় রাসেলের বাবা-মা রাসেলের সাথে থাকেন না। রাসেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। তার বাবা-মাও ঢাকায় থাকেন। তবে বাবা-মায়ের সাথে তার সম্পর্ক নেই।

এ ব্যাপারে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি সার্কেল) সুমন কর বলেন, এ ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

ইউএইচ/

Exit mobile version