Site icon Jamuna Television

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ছবি: প্রতীকী

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার চাঁচড়া রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহাজাহান শেখ জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। চাঁচড়া রেলগেটের ৮৮ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি বলেন, যশোর জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে
যাবে।

ইউএইচ/

Exit mobile version