Site icon Jamuna Television

চলতি বছরের শেষ নাগাদ আসছে অর্থহীনের নতুন অ্যালবাম

বেজবাবা সুমন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে কাজে নিয়মিত হয়েছেন জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা-গায়ক সাইদুস সুমন। গানে ফিরেই হাজির হয়েছিলেন ‘বয়স হলো আমার’ শিরোনামের গান নিয়ে। তবে এবার নতুন অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন।

রোববার (১৪ আগস্ট) রাতে আপডেট করা এক ফেসবুক পোস্টে ‘বেজবাবা’খ্যাত এ গিটারিস্ট জানালেন, অর্থহীন তাদের অষ্টম অ্যালবাম নিয়ে হাজির হতে যাচ্ছে। সুমন জানান, দিনরাত এক করে গত এক সপ্তাহ আসন্ন সেই অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। চলতি বছরের শেষ নাগাদ অ্যালবামটি শ্রোতাদের উপহার দিতে যাচ্ছে ব্যান্ডটি।

অ্যালবামের কাজ বেশ ভালোভাবেই চলছে জানিয়ে ওই পোস্টে ‘বেজবাবা সুমন’ বলেন, গত এক সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। সারাক্ষণ ব্রেইনস্টর্মিং , প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সিকিউশন! কারণ এবারের এই কাজটা আমার কাছে বেশ স্পেশাল।  মন ও শরীর যেনো একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিল।

তিনি আরও বলেন, গত বছরের শেষে বলেছিলাম আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়বো। ইনশাআল্লাহ হতাশ করবো না।

তিনি আরও জানান, অর্ধেক অ্যালবামের কাজ সম্পন্ন হয়েছে। আর বাকি অর্ধেক কাজের জন্য আগামী মাসে স্টুডিওতে টানা ১০-১৫ দিন সময় দেবেন। অর্থহীনের অষ্টম অ্যালবামটি ২০২২ সালেই প্রকাশ পাবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version