Site icon Jamuna Television

রাজশাহীতে বাবার হাতে ছেলে খুন

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম। তিনি চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে।

চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সাথে বিরোধের সৃষ্টি হয়। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পাটক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে পাট কাটা হাঁসুয়া দিয়ে ছেলেকে আঘাত করে আব্দুল কুদ্দুস। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version