Site icon Jamuna Television

দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছেন তামিম

ছবি: সংগৃহীত

দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম নিজেই নিশ্চিত করেছেন এই খবর। বর্তমানে সপরিবারে আরব আমিরাতে সময় কাটাচ্ছেন তিনি।

বিভিন্ন দেশের সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই গোল্ডেন ভিসা দেয়া হয়। যার ফলে আগামী ১০ বছর পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে পারেন গোল্ডেন ভিসাধারী ব্যক্তিরা।

জিম্বাবুয়ের সাথে সিরিজ শেষে দলের সাথে দেশে না ফিরে ব্যক্তিগত কাজে আরব আমিরাতে উড়াল দিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবার জানা গেল, দুবাইয়ের এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা পেয়েছেন তিনি।

আরও পড়ুন: টেস্টে ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন না এলগার

/এম ই

Exit mobile version