Site icon Jamuna Television

উত্তরার দুর্ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: সড়ক পরিবহন সচিব

রাজধানীর উত্তরায় গার্ডার দুর্ঘটনা দুঃখজনক। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্ঘটনার চারটি কারণ জানিয়ে প্রাথমিক প্রতিবেদন জমা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের কাছে নিরাপত্তা কমপ্লায়েন্স চাওয়া হয়েছে। তবে তারা যেভাবে রাস্তা খোলা রেখে এবং নিরাপত্তা ব্যবস্থা না রেখেই কাজ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যারা মনিটিরিংয়ের দ্বায়িত্বে ছিল, তাদের দায় কতটা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পরিবহন সচিব। বলেন, ১৫ আগস্ট কাজ বন্ধ রাখার কথা থাকলেও ঠিকাদাররা কাজ চালিয়ে গেছে।

/এমএন

Exit mobile version