Site icon Jamuna Television

উত্তরায় দুর্ঘটনা: নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে পড়ে যাওয়া গার্ডার চাপায় প্রাইভেটকারের নিহত ৫ আরোহীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতদের মধ্যে রুবেলের মরদেহ গ্রহণ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তার সমাধানও হয়েছে। শাহিদা ও রেহানা দুই স্থীর দায়িত্বে রুবেলের মরদেহ হস্তানর করা হয়। মানিকগঞ্জের সিঙ্গাইরে জানজার পর মেহেরপুরে রুবেলের দাফন সম্পন্ন করা হবে। অপর চার মরদেহ নেয়া হচ্ছে জামালপুরে, সেখানে তাদের দাফন সম্পন্ন করা হবে। এর আগে সোহরাওয়ার্দী হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

গতকাল সোমবার বিকেলে বিআরটির উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা ৫ জন যাত্রী নিহত হন। আর আহত হন দু’জন। দুর্ঘটনায় নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝর্ণা (২৮) এবং ঝর্ণার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আর আহত হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) হচ্ছেন নবদম্পতি। তারা প্রাইভেটকারের পেছনের সিটে বসেছিলেন।

/এমএন

Exit mobile version