Site icon Jamuna Television

ট্রাম্পের বাড়িতে তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর ওপর হামলার হুমকি বেড়েছে

ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশির পরই বেড়ে যায় এফবিআইয়ের ওপর হামলার হুমকি। ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর ওপর হামলার হুমকি বেড়েছে।

গোয়েন্দা সংস্থার পাঠানো প্রতিবেদনে বলা হয়, এফবিআই, বিচার বিভাগের সদস্য এবং সরকারি কর্মীদের ওপর হামলার শঙ্কা বেড়েছে। এমনকি এফবিআই সদর দফতরের সামনে বোমা পেতে রাখার মতো ঘটনাও ঘটতে পারে। তল্লাশিতে জড়িত কর্মকর্তা এবং এতে অনুমতি দেয়া বিচারকদের হত্যার মতো শঙ্কাও দেখা দিয়েছে।

ফ্লোরিডায় ট্রাম্পের এস্টেটে তল্লাশি চালানোর পর থেকে এই অস্থিরতা দেখা দিয়েছে। ধারণা করা হয়েছে, শ্বেতাঙ্গ উগ্রপন্থীরা এ ধরনের হামলা চালাতে পারে।

আরও পড়ুন:  ফের ক্রাইমিয়ার রুশ ঘাটিতে বিস্ফোরণ, বিপুল ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করলো রাশিয়া

প্রসঙ্গত, গত ১২ আগস্ট বিকেলে ট্রাম্পের বাড়ি থেকে প্রাপ্ত বেশ কিছু নথির তালিকা প্রকাশ করা হয়।  এফবিআই দাবি করেছে, তল্লাশি চালিয়ে ‘অতি গোপনীয়’ বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই এজেন্টদের জব্দ করা ১১ সেট নথির মধ্যে ছিল ‘টপ সিক্রেট’ (অতি গোপনীয়) বলে চিহ্নিত এমন কিছু তথ্য যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’।

সূত্র: বিবিসি

জেডআই/

Exit mobile version