Site icon Jamuna Television

দিনাজপুরে লিচু বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

ছবি: প্রতীকী

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে পৌর এলাকার পলাশবাড়ি লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে খাজের উদ্দিনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম সাবিক (১৮) দিনাজপুরের পার্বতীপুর থানার সংকরপুর গ্রামের মিন্ঠু প্রামাণিকের ছেলে।

বিরামপুর থানার ওসি (তদন্ত) নওয়াবুর রহমান বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয়রা ওই লিচু বাগানে যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহবুব আলম সাবিক (১৮) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবক মাহবুব আলম সাবিকের মাথা শক্ত বস্তু দিয়ে আঘাত করে থেঁতলানো হয়েছে এবং গলায় গামছা পেঁচানো ছিল। লাশের পরনে নীল রংয়ের লুঙ্গি ও গায়ে মিষ্টি কালারের টি-শার্ট রয়েছে। এ সময় সেখান থেকে ১টি মানিব্যাগ ও ১টি জন্ম নিবন্ধন কার্ড পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করছেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী। তিনি জানান, দিনাজপুর থেকে পিবিআই এলে লাশ থানায় নেয়া হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version