Site icon Jamuna Television

নোয়াখালীতে ডিমের দাম এক টাকা বেশি নেয়ায় হাজার টাকা জরিমানা

অভিযান পরিচালনা করছেন নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ডিমের দাম এক টাকা বেশি নেয়ায় এবং বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুই প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার চৌমুহনীতে অভিযান চালিয়ে মিতালী বেকারি ও দেলোয়ারের ডিমের আড়তে এ অর্থদণ্ড করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশের সহযোগিতা ও নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, দেলোয়ারের ডিমের আড়তে অনেকের কাছে প্রতি হালি ডিম ৪৬ টাকার পরিবর্তে ৫২ টাকায় বিক্রি করা হচ্ছিলো। আবার অনেকের কাছে তা ৫০ টাকায় ও বিক্রি করে সে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি করায় মিতালী বেকারির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version