Site icon Jamuna Television

কালীগঞ্জে অধিক মূল্যে সার বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

সরকারের বেধে দেয়া দামের চেয়েও অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে ভৌমিক ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থানা রোডে এই অভিযান চলানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়েও অধিক দামে সার বিক্রয় করা হচ্ছে এমন খবর পেয়ে শহরের নিমতলা বাসস্ট্যান্ড থানা রোডে এই অভিযান চলানো হয়। এ সময় আলামিন ও আসাদুল নামের দুই কৃষকের নিকট হতে ইউরিয়া সার বস্তা প্রতি ১০০ টাকা ও ডিএপি সার বস্তা প্রতি ১৫০ টাকা বেশি বিক্রয়ের অপরাধে ভৌমিক ট্রেডার্সের মালিক নির্মল কুমার ভৌমিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভৌমিক ট্রেডার্সের মালিকের বিক্রয় করা ১০ বস্তা সারের অতিরিক্ত এক হাজার ২৫০ টাকা কৃষককে ফেরত দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version