Site icon Jamuna Television

দেশে ফিরছেন শাকিব

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরছেন চিত্রনায়ক শাকিব খান।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে তার দেশে ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে শাকিবের ভক্তদের বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে তার অনুসারীদের বিমানবন্দরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

জানা গেছে, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শাকিব। গত বছর ১২ নভেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। কিন্তু দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তার আর দেশে ফেরা হয়নি। ইতোমধ্যে গ্রিনকার্ড পেয়েছেন শাকিব। আগামী নভেম্বরে আবারও তিনি যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version