Site icon Jamuna Television

রাহুল জৈনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বলিউড গায়ক রাহুল জৈন।

বলিউডের গায়ক ও সুরকার রাহুল জৈনের নামে ধর্ষণের অভিযোগ উঠেছে। তার নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩২৩সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও এই গায়কের দাবি, তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভুয়া এবং ভিত্তিহীন।

রাহুলের বিরুদ্ধে অভিযোগকারী ওই ভূক্তভোগী (৩০) কস্টিউম ডিজাইনারের অভিযোগ, কাজের আশ্বাস দিয়ে গত ১১ আগস্ট মুম্বাইয়ের আন্ধেরিতে তাকে নিজের বাসায় ডেকেছিলেন রাহুল। নিজের সামগ্রী দেখানোর নাম করে রাহুল তাকে বেডরুমে নিয়ে যান এবং সেখানেই ধর্ষণ করেন। এ সোময় নিজেকে বাঁচানোর চেষ্টা করলে রাহুল তাকে মারধর করেছেন এবং তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ তার।

এর আগেও গত বছর রাহুল এবং তার পরিবারের দুই সদস্যের নামে ধর্ষণ, জোর করে গর্ভপাত ও জালিয়াতির অভিযোগ ওঠে।

/এসএইচ

Exit mobile version